কতদূর ঐ মদিনার পথ ওহুদের মাঠ আর কত দূর | Kotodur Oi Modinar Poth , Ohude...

কতদূর ঐ মদিনার পথ | Koto Dur Oi Modinar Path | Jaima Noor | Bangla Islamic Song

গল্প- ওটা মানুষ না ( পর্ব-০৩)
লেখক- Riaz Raj
----------------
নিপা নিজে রিয়াজের বাসায়, তবে থানায় নিপার লাশ কিভাবে থাকে। আর থানায় এই ইমরান কে,যে নিপার খুনের দায়ে ফাসির রায়ে ভুগছে। তাছাড়া নিপাও তো খুন হয়নি,তবে থানার নিপাকে খুন করেছে কে? আর ইমরান যদি জেলে না থাকে,তবে আসল ইমরান কোথায়? সবাই তো ভূত প্রেতও না। কিন্তু বার বার এই একটা বাক্য কেনো বলতে হচ্ছে " ওটা মানুষ না "।
নিপা ভাবতেছে রুমে বসে বসে। তখনি দরজায় কেও নক করে। নিপা চমকে উঠে। বাসায় তো কেও আসার কথা না। তবে দরজায় ঠুকা দিলো কে। নিপা ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে দরজার দিকে যায়। এরপর দরজার ফুটো দিয়ে তাকিয়ে দেখে রিয়াজ এসেছে। অবাক হয়ে যায় নিপা। রিয়াজ এত জলদি এলো কেন।হয়তো কোনো বিপদ হয়েছে। নিপা তাড়াতাড়ি দরজা খুলে দেয়।রিয়াজ রুমে ঢুকতে ঢুকতে নিপাকে বলল,
- এত দেরি কেনো খুলতে। আর হ্যা, ইমরানের খোজ পেয়েছি। রেডি হও তাড়াতাড়ি, বের হতে হবে( কথাটা বলেই রিয়াজ বিছানায় গিয়ে বসে)
- ইমরানের খোজ পেয়েছেন? কোথায় আছে সে? ( কান্নার স্বরে)
- গেলেই বুঝতে পারবে। তাড়াতাড়ি রেডি হও।
- আচ্ছা,আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি।
- হুম তাড়াতাড়ি।
নিপা খুশিতে দৌড়ে রুমে যায়। এরপর জামা খুলে বাথরুমের দিকে যেতেই ফোন বেজে উঠে। নিপা আবার পিছন পিরে তাকিয়ে দেখে,রিয়াজ কল দিচ্ছে। অর্থাৎ একটু আগে যে নাম্বার থেকে কল দিছিলো। নিপা ফোন ধরে বলল,
- আসতেছি বসুন। একটু ফ্রেশ হয়ে আসি।
- কাকে বলতেছো?
- আপনাকে।
- আমি কোথায় বসবো,আর কোথাও আসবা তুমি।
- মানে? আপনিই তো বাসায় এসে বললেন ইমরানের খোজ পেয়েছেন, তাই আমাকে রেডি হতে বললেন।
- ওহ মাই গড, আমি এখনো রনির বাসায়। ওটা আমি না।
- কিহহ, তাহলে উনি কে, আল্লাহ আমি এখন কি করবো ( কান্না করে দিলো)
- শুনো, তুমি দরজা খুলে উনার সাথে কথা বলো। আমি ৫ মিনিটের মধ্যেই আসতেছি।
- ওকে।
নিপা আবার জামাকাপড় পড়ে রুম থেকে বের হয়ে আসে। ড্রইং রুমে এসে দেখে,কেও নেই। দরজা খোলা। তারমানে সে চলে গেছে। নিপা হতাশ হয়ে চেয়ারে বসে পড়ে। কিছুক্ষণ পর রিয়াজ এসে নিপার সামনে দাঁড়ায়। নিপা বসা থেকে উঠে রিয়াজ জড়িয়ে ধরে বলল,
- আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কেনো এমন হচ্ছে।
- ভয় পাবার কিছু নেই। আমি এসে গেছি তো।
এমন সময় দরজায় আরেকটা রিয়াজ এসে বলল," নিপা,ওকে ছাড়ো। ওটা মানুষ না"। নিপা রিয়াজকে জড়িয়ে ধরা অবস্থায় টুপ করে ছেড়ে ছেড়ে দেয়।নিপার সামনে থাকা রিয়াজ বলে উঠলো,আরে নিপা," ওটা মানুষ না, আমাদের আলাদা করতে চাচ্ছে ও "। নিপা থ হয়ে গেছে। দুজনই বলছে তারা রিয়েল।দরজার রিয়াজ বলতেছে সে রিয়াজ।আর নিপার সামনের রিয়াজ বলতেছে সে রিয়াজ। নিপা নিজেই বুঝতে পারেনা,আসলেই কে রিয়াজ। নিপার সামনে থাকা রিয়াজ,অর্থাৎ ১ম রিয়াজ বলল,
- নিপা, আমি আমার বন্ধুর ফোন থেকে তোমাকে কল দিয়েছিলাম।
নিপা ১ম প্রথম রিয়াজের কথা শুনে ভেবে নেয় এইটাই রিয়াজ।আবার এদিকে দরজার সামনে থাকা,অর্থাৎ দ্বিতীয় রিয়াজ বলল,
- নিপা,কল আমি দিয়েছিলাম,লাস্ট নাম্বার ৬৩।
নিপা আবার কনফিউজড হয়ে যায়। দুজনই সত্য কথা বলতেছে । তাহলে আসল রিয়াজ কে। আবার এরা বলতে লাগলো,
১ম রিয়াজ- নিপা,আমি বলছি রাতে ফিরবো।
২য় রিয়াজ- নিপা, আমি বলছি ৫ মিনিট পরে আসতেছি।
১ম রিয়াজ- আমি আজ ইমরানের সাথে দেখা করে এসেছি,
২য় রিয়াজ- আমি নকল ইমরানের গোপন তথ্য দিয়েছি তোমাকে।
১ম রিয়াজ- আমি তোমাকে কিডন্যাপ করছি।
২য় রিয়াজ- আমি তোমাকে বাচানোর জন্য কিডন্যাপ করেছি।
ওদের কথা শুনে নিপার কান দিয়ে ধোয়া বের হচ্ছে। দুজনই সব সত্য কথা বলতেছে। কোনটা আসল,আর কোনটা নকল সেটা সে কিভাবে বুঝবে।তখনি আবার দরজায় থাকা রিয়াজ বলল,
- নিপা,আমার নানা একটা অস্র একটা গাছের নিছে রেখেছে। গাছটির নাম তুমি আর আমি জানি। ওরে জিজ্ঞেস করো গাছটির নাম কি।
২য় রিয়াজের কথা শুনে,১ম রিয়াজ,অর্থাৎ নিপার সামনে থাকা রিয়াজ হাবলা হয়ে যায়। সে উত্তর দিলো কদম গাছ। নিপা বুঝে গেছে,দরজার রিয়াজ আসল রিয়াজ। নিপা এক দৌড়ে রিয়াজের সামনে চলে যায়। নকল রিয়াজ ভয়ে,এক দৌড়ে জানালা দিয়ে পালিয়ে যায়। যেনো জানালা থেকে লাফ দিয়েই সে অদৃশ্য হয়ে গেলো।
অবশেষে রিয়াজ দম ফেলে। এক বিপদেই পড়েছিলো সে। রিয়াজ রুমে এসে বসে পড়ে। এখন কাকে বিশ্বাস করবে, রিয়াজের রুপেই যদি নকল রিয়াজ এসে ধোকা দেয়,তবে রহস্য বের হবে কিভাবে। আর এসব কিছু করে কে। কে এতো বড় বিপদের মুখে ফেলে দিচ্ছে ওদের। নিপা রিয়াজকে জড়িয়ে ধরে আছে। মেয়েটিও ভয় পেয়েছে খুব। রিয়াজ আবার প্রথম থেকে হিসাব মিলাতে লাগলো। নিপা এক রাতে প্রেগন্যান্ট হয়েছে কিভাবে। নিশ্চয় কোনো শয়তান করেছে এসব। যদি সে শয়তান নকল ইমরান হয়, তবে নিপা সেজে কে গেলো।নকল নিপা নকল রিয়াজের হাতে কেনো খুন হলো। আসল ইমরানকে যদি নকল ইমরান গায়েব করে,আসল ইমরানের জায়গায় বসে। তাহলে নিপাকে সরিয়ে নকল নিপা এসেছে কোথা থেকে। আর জেলে নকল ইমরান অবাক হয়ে গেছে নিপা বেচে আছে শুনে। অর্থাৎ শয়তান ক্ষেপেছে নিপা বেচে আছে বলে। তাহলে ইমরান যে নিপাকে মেরেছে,অর্থাৎ নকল নিপা সেজে যে খুন হয়েছে,সে নিপা কে। ফলাফল বের হয় এখানে শয়তান দুইটা। নকল ইমরানকে,অর্থাৎ এক শয়তানকে ধোকা দিলো,আরেক শয়তান। নিপাকে প্রেগন্যান্ট করেছে নকল ইমরান, কিন্তু প্রেগন্যান্ট যদি সে করে,তাহলে সে কেনো নিপাকে খুন করতে যাবে? আর নিপার বাচ্চা নষ্ট না হতে দেওয়া শয়তান কেনো নিপাকে বাচালো? তারমানে রুমে এসেছে নকল ইমরানের শয়তান। কিন্তু নকল নিপার শয়তানটা কে। আর সব হলেও, উদ্দেশ্যে তাদের কি। কি চায় তারা। না না,হিসাব ঘুরে ফিরে সবার প্রথম দিকে চলে যাচ্ছে। এর সমাধান এত সহজে হবেনা। আরো ছুটতে হবে। অনেক ছুটতে হবে।
নিপা রিয়াজকে বলল,
- আচ্ছা, জেলখানার ইমরান যে নকল, সেটা আপনি কিভাবে জেনেছেন ?
-তুমি বেচে আছো শুনে সে খুব রেগে গেছিলো। আর অদ্ভুত ব্যবহার শুরু করেছে। তাই আমি রনির কাছে গিয়ে সূত্র বের করার চেষ্টা করি। সেদিন যেহেতু ইমরান চৌ-রাস্তার পাশে আসেই নি।তাহলে নিশ্চয় জেলের ইমরান মিথ্যা বলেছে। আবার সে যে ঘটনা বলেছে,তারে নিজেকে ভালো প্রমান করতে চেয়েছে। কিন্তু তোমার কথা শুনে,তার চেহারা পাল্টে যায়।যেনো তোমার বেচে থাকা তার সহ্য হয়নি। আর নকল ইমরানের সব চেয়ে বড় ভুল এইটাই, সে বলেছিলো পুলিশ তাকে নিপার হত্যাকারী হিসেবে গ্রেপ্তার করছে।যদি সে মাতাল আর বেহুশেই থাকতো,তবে কিভাবে সে বুঝলো তাকে কোন অপরাধে গ্রেপ্তার করেছে। আমি তথ্য নিয়েছি, পুলিশ বলেছে,তাকে গ্রেপ্তার করার পরেই সে বলল" আমি খুন করিনি"। অর্থাৎ, ওটাই নকল ইমরান। আর আসল ইমরান বন্দি আছে তার কাছেই।
- আল্লাহ। এতো কিছু.?
- এখনো ১০০ এর মাঝে ১০% বের হয়েছে। আরো ৯০% বাকি আছে রহস্য। এতো কিছু হলো কোথায়। এতো মাত্র শুরু।
- আচ্ছা, ওদের বিনাশ করবেন কবে।
- কি বলবো। এখনো বুঝতে পারিনি আসল শয়তান কোনটা,আর নকল শয়তান কোনটা। কাকে শেষ করবো। আর কিভাবে করবো। ওরা তো অনেক শক্তিশালী। মানুষ হয়েও ওরা মানুষ না।
- এখন কি করবেন।
- জানিনা। কিন্তু জানতে তো হবেই। ভাবতে দাও।
- একটু পর রাত নেমে আসবে। আমি ঘুমাবো কার সাথে।
- এতদিন কিভাবে ঘুমাইছো।
- যা হচ্ছে,আমি একা ঘুমাতে পারবো। আপনি আমার সাথে থাকুন না। আপনি সোফায় ঘুমান,আমি খাটে ঘুমাই।
- কিন্তু..
- প্লিজ। না করবেন না।
- ঠিক আছে । ডান।
রাতে নিপা রান্না করে রিয়াজকে খাওয়ায়। রিয়াজ খেয়ে দেয়ে সোফায় শুয়ে পড়ে। নিপাও খাটে শুয়ে পড়ে।সব কিছু নিয়ে ভাবতে ভাবতে রিয়াজের দু চোখের পাতা এক হয়ে যায়। কখন ঘুমিয়ে পড়ে,রিয়াজ নিজেও টের পায়নি। গভীর রাতে হটাৎ লাফ মেরে উঠে। রিয়াজের বুকে কেও ছুরি ঢুকিয়ে দিয়েছে। রিয়াজ বুক হাত দিয়ে এক চিৎকার দেয়,রিয়াজের চিৎকার শুনে নিপাও ঘুম থেকে উঠে জোরে চিৎকার মারে।রিয়াজ কুকাতে কুকাতে বলল, " তুমি...?
চলবে.....?
গল্প- ওটা মানুষ না ( পর্ব-০৩)
লেখক- Riaz Raj

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url