Beche Thakuk Bhalobasha I Eid Natok 2022 I Mushfiq R Farhan I Nadia Afrin Mim I New Natok 2022

Drama: Beche Thakuk Bhalobasa বেঁচে থাকুক ভালোবাসা 

Cast: Mushfiq R Farhan, Nadia Afrin Mim, Sanjida Islam, Shikha Khan, Tanjim Hasan Anik and others

Direction: Ponir Khan 

Story & Screenplay: Mahadi Hasan Pial 

Cinematography: Momin Hossain 

Edit & Colour: Suvon Sarkar 

Artwork: Masum Billah 

Label: SevenTunes Entertainment

করোনা কালে ডেঙ্গুরও প্রকোপ বাড়ছে। ঘুমানোর সময় মশারী টানান, ঘরের আঙ্গিনা পরিস্কার রাখুন। এমন পরিস্থিতিতে আল্লাহ যদি সুস্থ রাখেন তাহলে মন খুলে বলুন আলহামদুলিল্লাহ।

ভালো লাগলো শেষ টা এমনি হয়ার ছিলো,, ভালোবাসার মানুষ গুলো যেনো কষ্ট না পায়,, ভালো থাকুক ভালোবাসা | রুচি সম্মত একটি নাটক দেখলাম অনেক দিন পর, যারা বাংলা নাটকের ভক্ত তারা নাটকটি দেখুন, অবশ্যই ভালো লাগবে | আপনি অনেক সুন্দর করে কথা বলেন.. আপনার কথা শুনে যেকোনো মেয়ে প্রেম পড়ে যাবে। ও মাগো টুরু লাভ..  বেঁচে থাকুক ভালোবাসা.. নাটকের শেষ কয়েকটা কথার লাইন আমার খুবই ভালো লাগলো...

খন সবেমাত্র পঞ্চম শ্রেণীতে পড়ি। একদিন আমার এক কাজিন ফোনে কাকে যেনো বলছে - তুই এতবড় লুইচ্চা কেনো রে? মরতে মর আমি সেই কথা শুনে নিয়েছিলাম। তার কথা শেষ হতেই আমি গিয়ে তাকে জিজ্ঞেস করতে লাগলাম - আপু লুইচ্চা কি জিনিস? এটা তো আগে কোনোদিন শুনি নাই। লুইচ্চা কি কোনো খাওয়ার জিনিস? বলো না আপু, আমি লুইচ্চা খাবো।
তখন সে বলতে লাগলো - আরে ইভান, লুইচ্চা কোনো খাওয়ার জিনিস নাহ। বড় হলে একাই জানতে পারবি।
কিন্তু আমি তো নাছর বান্দা। আমি জেনেই ছাড়বো লুইচ্চা মানে টা আসলে কি। অতঃপর আমার অনেক জোরাজোরি তে কাজিন বলতে লাগলো - লুইচ্চা অর্থ অনেক ভালো। যে বেশী বেশী ভালো কাজ করে। এবং অনেক ভদ্র তাদেরই লুইচ্চা বলে বুঝলি।
অতঃপর আমি বললাম - আরে এটা তুমি আগে বলবে না! এটা বলেই সেখান থেকে তখন চলে আসলাম।
রাতেরবেলা বাসার সবাই মিলে ডিনার করছি। কথায় কথায় হঠাৎ করেই আব্বু বলে উঠলো - ইভান তোর সাথে যে "কথা" নামের মেয়েটা খেলা করতে আসে, মেয়েটা কেমন রে??
অতঃপর আমি আব্বুর প্রশ্নের উত্তরে বলতে লাগলামঃ আরে আব্বু আর বলো নাহ, কথা যে কি পরিমাণে লুইচ্চা সেটা তুমি ভাবতেও পারবে নাহ। আমার সাথে সবসময়ই লুইচ্চা আচরণ করে। ওর বাসায় গিয়েছিলাম আমি, ওর মা বাবা সবাই অনেক লুইচ্চা। আমাকে অনেক লুইচ্চা আদর করে - কথার বাবা মা।
আমার কথা শেষ হওয়ার আগেই দেখতে পেলাম। বাসার সবার গলায় ভাত আটকে গিয়েছে, একে একে সবাই কাশতে শুরু করে দিয়েছে। আর দেখলাম সবাই কেমন ভুত দেখার মতো করে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ভাবলাম কথা আর ওর পরিবার যে এতো লুইচ্চা এটা শুনে হয়তো, আমার বাসার সবাই অনেক খুশী হয়েছে। তাই কেউ কিছু বলছে নাহ। আমিও আমার মতো খাওয়াদাওয়া শেষ করে সেখান থেকে চলে গেলাম।
অতঃপর সেদিন আমার উচ্চ বিদ্যালয়ে প্রথম দিন ছিলো। আমি যথারীতি ফিটফাট হয়ে স্কুলে চলে গেলাম। ক্লাস ভর্তী সব নতুন স্টুডেন্ট। সেদিন আমাদের প্রথম ক্লাস দেখে - এক বড় শিক্ষা অফিসার ও প্রথম ক্লাসে ছিলেন। তো একে একে রোল অনুযায়ী সবার নাম ডেকে - বিভিন্ন প্রশ্ন করছিলো সেই শিক্ষা অফিসার।
দেখতে দেখতে আমার নাম ধরেও ডাক দিলো।
শিক্ষা অফিসার - ইভান, তুমি বড় হয়ে কি করতে চাও, এবং কি হতে চাও? ছোটখাটো একটি ব্যাখ্যা দাও।

 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url