Old Is Gold | ওল্ড ইস গোল্ড | Tahsan Khan | Bidda Sinha Mim | Jovan | Uz...
You & Me (১৭ তম পর্ব)
লেখা> Abir Hasan Niloy (মি. ভূত)
...
অনুষ্ঠান পরিবেশনকারী বেশ কিছু সময় ধরে নিতুর ডুও পার্টনার খুজে চলেছে। কিন্তু কোনো ছেলে এগিয়ে গেলো না। শেষে হাল ছেঁড়ে দিয়ে নিতু আবারো স্টেজ থেকে চলে যাবে এমন সময় দেখলাম রিফাত স্টেজে উঠছে। রিফাত ড্যান্চ ও পারে? বাপরে.. জানতাম না তো। যাক তাহলে রিফাতের ড্যান্চ দেখতে পাবো। সামনে সারিতে কোনো রকমে ভীড় ঠেলে এগিয়ে আসলাম। সবাই হাত তালির সাথে চিৎকার করে উৎসাহ দিতে লাগল রিঠাতকে। রিফাত মাইক্রোফোন হাতে নিয়ে বললো..
- আপনারা ভাবছেন, আমি নিতুর সাথে ড্যান্চ করতে আসছি? না, আমি না। আপনাদের মাঝে এমন একজন আছে, যে অনেক ভালো ড্যান্স করতে পারে। আমি তার নাম ঘোষনা করতে এসেছি। আর সেই নিতুর সাথে ড্যান্চ করবে।
কথাটা শুনে সবাই উৎসুখ জনতার মত করে চাইলো রিফাতের দিকে। আমিও আর বাদ যাবো কেনো। আমিও নামটা শোনার জন্য বেশ উৎসুখ হয়ে দাঁড়িয় রইলাম। আশেপাশে তাকালাম। শ্রাবণি, অর্ক আর যে মেয়েটা আমাকে ক্ষ্যাত বলেছিল সেই মেয়েটাও দাঁড়িয়ে আছে, কে সেই ব্যক্তি দেখার জন্য। আচ্ছা আমাকে তো এমন ড্রেস চুজ করে দিয়েছিল শ্রাবণি। সেও অপমান করলো, আবার অন্যকেউ ক্ষ্যাত বললো। শ্রাবণির সামনে পোশাক নিয়ে ক্ষ্যাত বলেছিল তখন শ্রাবণি কোনো রিএ্যাক্ট করেনি। তার মানে সবটা ওর প্ল্যান ছিল? নাকি রেগে ছিল? রাগার কারন কি? এর থেকেও তো অনেক বেশি মজা আমরা করেছি। তখন তো শ্রাবণি রাগ করেনি। তার মানে কি অর্ককে পেয়ে সে সবটা ভুলে গেছে?
শ্রাবণি কি তবে শুধুই মজার জন্য আমার সাথে মিশেছিল? আবিরকে ভুলে গিয়ে আমার সাথে সবটা সময় কাটাচ্ছিল। এখন অর্ককে পেয়ে আমাকেই চিনতে পারছে না, বাহ। রিফাত আবারো বলে উঠল.
- জানের সে কে? দ্যা অন এন অনলি নিলয় দ্যা গ্রেট ড্যান্চার। আমার বন্ধু নিলয়, ঐ যে প্রথম সারিতে নীল পান্জাবি পরে দাঁড়িয়ে আছে। গলাতে ক্যামেরা ঝুলছে। তাকে পাঠিয়ে দিন।
এইটা কি হল? ভাই মারো মুজে মারো। নিলয়, তু তো গায়া, খাতাম, টাটা, বায় বায়, ফুরসাত মে নিকাল। পাবলিক আমার দিকে বেশ উৎসাহ নিয়ে চেয়ে রইল। আমি বোকার মতই দাঁড়িয়ে রইলাম। রিফাত হারামি এভাবে বাঁশটা দেবে ভাবতেই পারিনি। এমনিতেই দুপুরে অপমানিত হয়েছি মজা করা নিয়ে। আমি নাকি মজা বুঝিনা এটা সেটা। এখন যদি বলি আমি নাচতে পারিনা, যাবো না। পাবলিকরা বুঝলেও অপমানকারীরা ঠিকই আমাকে নিয়ে চরম লেভেলের হাসাহাসি করবে।
কিন্তু আমি স্টেজে কি করতে যাবো? কখনো নেচেছিলাম? হুম নেচেছিলাম। কিন্তু এখন নাচতে একদমই ইচ্ছে নেই। আমি যাবো না। কথাগুলো ভাবতে ভাবতে ডান পাশে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি শ্রাবণি আমার দিকে চেয়ে আছে। চোখে মুখে একটু অবাকতা। আহা এটাই তো দরকার ছিল। উৎসাহ পেয়ে গিয়েছি। এবার ঠেকায় কে?
মনের মধ্যে একটা বিশাল ভাব সাব নিয়ে স্টেজে উঠলাম। কিন্তু নিতুকে তো চিনিনা? দর্শকরা ওদিকে হাত তালি আর শিষ দিয়ে সেই রকম উৎসাহ প্রদান করছে। রিফাত হালা আমার দিকে না তাকিয়ে চলে গেলো। নিতুর কাছাকাছি এসে দাঁড়ালাম। প্রথমবার কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছি। সবাই চিৎকার করতে ব্যস্ত, আর আমি আড়চোখে শ্রাবণির দিকে তাকাতে ব্যস্ত। জান্নাত, অর্পি, জারা, আরো বাড়ির সবাই আমার নাচ দেখতে ভীড় জমিয়েছে।
নিতু কানের কাছে মুখ এনে বলল.. "দেখে তো মনে হচ্ছে না আপনি নাচ পারেন। আপনি এলেন কেনো তাহলে?" নিতু ঠিকই বলেছে, দেখে মনে হবে না নাচ পারি। নাভীর নিচে হাত বেধে দাঁড়িয়ে মাথা নিচু করে আছি। কোনো আনন্দঘন মুখে হাসি নেই। মাইকে নাম ঘোষনা করা হল..
- বন্ধুগন, এতক্ষন আমাদের মেইন ড্যান্চার নিতুর কোনো পার্টনার পাচ্ছিলাম না। এখন মেয়ে গেলাম, নিলয়। বাহ নামটা তো চমৎকার, নিতু + নিলয়। নামের মধ্যেই দারুন কম্বিনেশন, অবশ্যই তারা ড্যান্চ পারফ্রমেন্স এ অনেক ভালো করবে। তাহলে আর দেরি কিসের, শুরু হয়ে যাক আরো একটু নাচ। তো নাচ নিয়ে আসছে নিতু এবং নিলয়।
নাম এনাউন্চের পরেই আমি লোকটাকে বললাম, "আমি তো নতুন, পাঁচ মিনিট সময় দিন, দুজনে একটু কথা বলে কোন গানে নাচবো সেটা সিলেক্ট করে নিয়ে উঠছি আর ড্রেসও চেন্জ করে আসি।"
লোকটাকে কোনোভাবে বুঝিয়ে স্টেজের পিছনে আসলাম। সাথে নিতুও আছে। চিকনা মেয়ে, আমার থেকে হাইটে অনেক পিচ্চি হবে। মানে বুক সমান আরকি। ড্যান্চার রা চিকন দেখতে হয় কেনো? অনেক জায়গায় এমন দেখেছি আরকি। নিতু বলল..
- ড্যান্চ পারেন না সরাসরি বলতেন, এভাবে সময় নিয়ে কেনো এখানে আসলেন?
- দেখিনা একবার চেষ্টা করে। কিন্তু কোন গানে নাচবো?
- আমার যেকোনো গানে নাচতে সমস্যা নেই। আমি প্রফেশনালী যেকোনো গানে তাল তুলে নাচতে পারি। আপনার সমস্যা হবে।
- আচ্ছা তাহলে চলুন, স্টেজে ওঠা যাক। যে গানে নাচবো, তাতে আমার পান্জাবিই মানাবে।
- হুম।
- আপনি শাঁড়ি পরুন, কাজে লাগবে।
- ওকে