Amazing Big Koral Fish Skinning and Chopping by a Expert Cutter in Bangl...
দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার,
যার কাছে নিজের একান্ত বলে কোন কিছু লুকাতে হবে না, বরং সব কিছু নিখুঁত ভাবে প্রকাশ করে অভয় পাবো হালকা হবার।
দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার,
প্রচন্ড মন খারাপে যে মজার মজার গল্প শুনিয়ে মন ভালো করার চেষ্টায় মেতে উঠবে, চোখের কোন ঘেঁষে জল বুকের উপর গড়িয়ে পড়ার আগেই হাত পেতে জলের ফোঁটাটা গ্রহণ করে বলবে-- আরে বোকা আমি তো আছি, কিছুই হয়নি মূল্যবান চোখের জল নষ্ট করার।
দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার,
কোনো কিছু নিয়ে যখন খুব ডিপ্রেশনে নিজেকে নিঃস্ব রিক্ত মনে হবে, দিশেহারা হয়েও কোনো পথ খুঁজে পাওয়া যাবে না, তখন সে ম্যাজিশিয়ান হবে ডিপ্রেশন কাটিয়ে তুলবার।
দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার,
যার কাছে বিনা সংকোচে নিজেকে খুচরো পয়সার মতো জমানো ও ভাঙ্গানো যায়, যার সাথে সুখ-দুঃখ কোনো কিছুই ভাগাভাগি করতে গিয়ে ভাবতে হবে না
দুইবার।
দিন শেষে একজন গল্প করার মানুষ থাকুক সবার
যে তার ভিতর-বাহির সবটাকে খুব ভালো করে
ক্ষমতা রাখবে বুঝবার।
"দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার"
রুমা রাণী ঘোষ
ছবিঃ মৃণালিনী
-====================
শুভ জন্মদিন ন্যাংটা কালের দোস্ত
সেই ছোট থেকে একসাথে বড় হওয়া
দোয়া করি ভালো থাকিস সবসময়
আর তুই সবসময় একটু স্টাইলিশ হতে চাস।
নিতু মেয়েটা এখনো ভরসা পাচ্ছে না। রিফাতকে ডেকে ক্যামেরা দিয়ে বললাম 'হারামি তোর খবর আছে, পরে তোকে বোজাবো।' রিফাত ক্যামেরা নিয়ে কেঁটে পড়লো। নিতুর সাথে আবারো স্টেজে উঠলাম। এতক্ষন কৌতুক চলছিল। সামনের সারিতে তাকালাম। শ্রাবণি, অর্কের কাজিন সহ অর্ক, আম্মু, আব্বু, চাচা চাচাীরা, সবাই আমার জন্য অপেক্ষাতে আছে। দুটো মেয়ের দিকে চোখ আটকে গেলো। শ্রাবণি আর জান্নাত। দুজনেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে।
যারা ডিজের দায়িত্বে ছিল, মানে যারা গান পরিবেশন করছিল নাচের জন্য। তাদেরকে যেয়ে বললাম সিটেলেটের 'নয়া দামান' গান্টা প্লে করতে। আবারো স্টেজে আসলাম। আমি আর নিতু পুরোপুরি রেডি। মিউজিক প্লে হলো..
"আইলারে নইয়া দামান, আসমানের ও তেরা..
বিছানা বিছাইয়া দিলাম, শাইল ধানের নেড়া..
দামান বও, দামান বও
সিলেটি সুন্দরী খরলো, মনতো আমার চুরি,
ওয়াকিং লাইক এ বস লেডি শেকিং অল চুরি..
ম্যান... শেকিং অল হার চুরিস..
আওরে দামান বওরে খাটো, খাওরে বাটার পান
যাইবার যদি চাওরে দামান, কাইট্টা রাখমু কান..
দামান বও.. দামান বও....
(গানটার মানে কেবল সিলেটিরাই বুঝতে পারবে)
.
গানটা বেশ জোরালো সাউন্ড আর হালকা রিমিক্স করে প্রেজেন্টেশন করা হয়। গানের সাথে নাচটাও জোস হয়েছে। বিশেষ করে নিতুর সাথে আমি বেশ মানিয়েই নাচ প্রেজেন্টেশন করলাম। গানের সাথে পান্জাবি আর শাড়ি পরে নাচ করায় অনেকটাই পারফেক্ট হয়েছে।
দর্শকেরা হাত তালি দিতে থাকে অনেকটা সময় ধরে। মিউজিক বাতির সাথে স্টেজে নাচ প্রেজেন্ট, এক কথায় অতি চমৎকার হয়েছে। দুজন স্টেজে দাঁড়িয়ে আছি। নিতু আমার কানের কাছে মুখ এনে বলল..
- সত্যি করে বলেন তো কে আপনি? প্রফেশনাল ড্যান্চার আপনি? এত ফাস্ট আর এত নিঁখুত স্টেপ কেমনে করলেন? আমার তো মনে হচ্ছিল নিজের নাচ থামিয়ে আপনার নাচ দেখি। এত সুন্দর করে কিভাবে নাচলেন? মেয়ে হিসেবে অনেক হিংসে হচ্ছে আমার, কেনো যে পারিনা এমন?
আমি মুচকি হাসলাম। নিতুকে বায় বলে চলে আসবো শ্রাবণিদের দিকে তাকালাম। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। ভেবেছিল, আমি পারবো না। ইচ্ছে করেই শ্রাবণিদের সামনে দিয়ে ভাব নিয়ে আসলাম। একবারো তাকালাম না সেদিকে। বাড়ির মধ্যে প্রবেশ করবো, জান্নাত সামনে এসে দাঁড়ালো।
- নিলয়, তুমি তো অনেক সুন্দর নাচ পারো।
- গানও পারি।
- তাই নাকি? শোনাবা আমাকে।
- হুমম শোনাবো।
আর কোনো কথা বললাম না। তাড়াতাড়ি খাবার টেবিলে এসে বসলাম। অনুষ্টান শেষ হতে এখনো অনেক টা সময় বাকি। এক কোণার খাবার টেবিলে বসে আছি, পিছন থেকে কে যেন আমার কাধে হাত রাখলো। তাকিয়ে দেখি জারা এসে দাঁড়িয়েছে।