যে গজল মরণের কথা স্মরণ করিয়ে দেয় | হঠাৎ যদি যাই মরিয়া | Jayed Ahmad | Islamic Shokti Tv

Assalamu Alaikum Everyone, Thanks For Your Support Subcribe Our Channel | Islamic Shokti Tv আমাদের আয়োজন আপনার কেমন লাগে কমেন্টে জানান ভিডিওটি ভাল লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন..জাজাকাল্লাহ ... মাশাল্লাহ, খুব সুন্দর গজল।আল্লাহ যেন হুজুর এবং আপনাদের নেক হায়াত দারাজ করেন। 

আমিন এবং ইসলামের বাণী প্রচার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ .. এমন গজল শুনলে অন্তর নরম হয় , আল্লাহর ভয় এবং রাসুলের মোহব্বত দিলে পয়দা হয় । হে আল্লাহ্ আমাদেরকে সহি পথে এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তোফিক দান করুন।

 Song : Hotath Jodi Jai Moriya 

Lyric, Tune & Vocal : Jayed Ahmad 

Direction : Bonie Amin 

Dop : Phs Pabel Ast 

Dop : Mustak Rakhi 

Record Label : Studio Vocal 

Label : Islamic Shokti tv 

GP | ROBI | TELETALK | AIRTEL | B-LINK | 7716690

রেগে যাবার আগে একবার ভাবুন, কারণ প্রতিটি রাগই, জীবন থেকে, অনেক দামী কিছু কেড়ে নেয়। ইসলামের দৃষ্টিতে রাগ করা হারাম ,,,, 

মৌকে যেদিন বিয়ে করে প্রথম ঘরে আনলাম সেদিনই একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, সেই রাতেই বাবার হার্ট অ্যাটাক হলো। বিয়ে বাড়ি পরিণত হলো প্রায় মরা বাড়ীতে, আর আমি ভাবতেও পারিনি আমার আত্মীয়-স্বজন থেকে শুরু করে স্বয়ং মা পর্যন্ত এটা বিশ্বাস করবেন যে মৌ অপয়া। অথচ বিয়েটা তাদের পছন্দ মতোই হয়েছে, হ্যাঁ বাবার কিছুটা অমত ছিল অবশ্য ।
যাই হোক সেদিন রাত থেকে হসপিটালে ছোটাছুটি করেই কয়েক দিন কেটে গেল, বাবা কে বাঁচানো গেল না। উল্টোদিকে মৌ এর নামের আগে অপয়া শব্দটা জুড়ে গেলো।
একদিন কাজ করার সময় ওর হাত থেকে পড়ে কাচের জগ ভেঙে গেল, খালাম্মা হই হই করে ছুটে এলেন, একি করলা তুমি বৌমা সংসারে বিপদ ডেকে আনবে নাকি, বিধির বিধান সেই সন্ধ্যা তেই খবর এলো বড় খালা ছাদে কাপড় তুলতে গিয়ে পা পিছলে পড়ে মাথা ফাটিয়ে ফেললো
আমি কিছুতেই মাকে বুঝাতে পারলাম না এগুলো কুসংস্কার ছাড়া আর কোন কিছুই না। মা ,চাচী ,ফুপু সবাই একমত এই মেয়ে এক নাম্বারের অপয়া।
মৌ সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে ওর এই বিমর্ষ চেহারা দেখে আমার কিছুই ভালো লাগেনা, এর মাঝে আরেক ঘটনা ঘটলো, ছোট বোনটা কে দেখতে এলো বর পক্ষ। মৌ ওদেরকে খাবার সার্ভ করতে গেল, হঠাৎ অসাবধানতায় বরের মামার গায়ে শরবত পড়ে গেল, যদিও বরপক্ষ অতি বিনয়ের সাথে বললো এটা কোন ঘটনাই না কিন্তু আমার বাড়িতে এটা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেল।
বিয়েটা শেষ পর্যন্ত হয়নি, সত্যি কথা বলতে কি তুলনা মূলক ভাবে আমার বোন একটু খাটো এর আগেও এই কারণে ওর আরো দুটো বিয়ে ভেঙে গেছে। কিন্তু এবার সব দোষ এলো মৌ এর ঘাড়ে।
ওর নিঃশব্দ কান্নার আর্তনাদ প্রায় রাতেই শুনতে পাই, কিন্তু আমি ভীষণ ভাবে আপসেট কোনভাবেই ফ্যামিলিকে বুঝাতে পারছি না।
দিনে দিনে ওর প্রতি মানসিক অত্যাচার বাড়তেই থাকলো, আমার মায়ের এমন রূপ আমি কখনো দেখিনি, পান থেকে চুন খসলেই যা খুশি তাই বলেন।
আবার আমার ছোট বোনকে দেখতে এলো বর পক্ষ। মা, চাচী সবাই মিলে মৌকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিল, শুধু আমি জানি ওই সময় ওর মনে কি ঘটছিল? এবং আশ্চর্যজনক ভাবে সত্য বিয়েটা ঠিক হয়ে গেল। বিয়ে ঠিক হবার পরে, আমাকে জানিয়ে দেয়া হলো যতদিন না পর্যন্ত বিয়ে হচ্ছে মৌ এই বাড়ীতে পা রাখতে পারবে না। একলা ঘরে আমার দম বন্ধ হয়ে আসে, তবুও ওর জন্য আমাকে এত টুকু করতেই হবে।সৃষ্টি কর্তা না করুন যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে হয়তো আবার ওর ঘাড়ে দোষ চাপাবে।
দেখতে দেখতে সানজানা মানে আমার ছোট বোনের বিয়ে হয়ে গেল, মৌ বাড়ি ফিরে এলো সবকিছু চলতে লাগলো আগের নিয়মে। দিন পনেরো পরে সানজানা তার বর রিফাতকে নিয়ে বেড়াতে এলো, মৌ খুব আগ্রহ ভরে অনেক রান্না করলো। অনেকদিন পর দেখলাম ও নিজেকে পরিপাটি করছে। রিফাতকে ও সরাসরি দেখেনি, চুপি চুপি আমার সব সময় অগোছালো থাকা মৌ কে একটু গোছানো অবস্থায় দেখে আমার খুব মায়া লাগছিল। এমন সময় মা এসে বললেন,
-দেখ জামাই আসছে, তোর বউ যেন ওই ঘরে না যায়
-এটা কেমন কথা মা?
-আমি যেমন বলেছি তেমন এই নিয়ে আর কোন কথা হবে না।
মুহূর্তে ওর মুখটা কালো অন্ধকার হয়ে গেল, আমি ওর দিকে তাকানোর মত সাহস পেলাম না কিংবা হয়তো সেই যোগ্যতা আমার নেই। আমি আস্তে করে উঠে চলে গেলাম।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url