Amar Sara Deho | আমার সারা দেহ | Cover Rajiya Risha | Bangla New Gojol ...

 

 ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকুন। নতুন কোন ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন।
#SaraDeho
#Subscribe​
#CoMessenger​
আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স! 🌷আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুস্থ সংস্কৃতির সাথে যুক্ত থাকুন এবং ইসলামের বাণী প্রচারে অংশ গ্রহণ করুন।
Warning: The channel content Copyright, Reuse, Re-upload, Remixing etc. strongly prohibited.
সতর্কতাঃ আমাদের চ্যানেলের কোন ভিডিও অনুমতি ব্যতিত ব্যবহার সম্পুর্ন নিষেধ।

আমিঃ- স্যার, প্রথমত আমি বড় হয়ে একজন উচ্চ পর্যায়ের লুইচ্চা মানুষ হতে চাই। সবসময় মানুষের সঙ্গে অনেক লুইচ্চা কাজ করতে চাই। যেনো সবাই আমার লুইচ্চামি দেখে অনেক খুশী হয়। এবং আমার দেখাদেখি যেনো তারাও লুইচ্চা কাজ করতে পারে। আমি জানি আপনি অনেক উচ্চ পর্যায়ের একজন লুইচ্চা লোক। আমি বড় হয়ে আপনার মতোই একজন শিক্ষিত লুইচ্চা মানুষ হতে চাই স্যার।
আমার ভাষণ দেওয়াও শেষ, ওমনি ঠাস করে ক্লাস রুমের ভেতরে একটা শব্দ শুনতে পেলাম। সামনের দিকে তাকিয়ে দেখতে পেলাম - কিরে শিক্ষা অফিসার কই গেলো? অবশেষে ভালো মতো খেয়াল করে দেখলাম, শিক্ষা অফিসারটি এখন ক্লাস রুমের ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। আমি মনে মনে ভিষণ খুশী হলাম। আমার কথা শুনে শিক্ষা অফিসার দাঁড়িয়ে থাকতে না পেরে শুয়ে পড়েছে বাহ। একটু পরেই দেখতে পেলাম - একটা এম্বুলেন্স এসে তাকে নিয়ে যাচ্ছে। আমি আবারও চিল্লিয়ে তার উদ্দেশ্যে বলতে লাগলাম -- এই লুইচ্চা ইভান থাকতে আপনার কিছু হবেনা বড় লুইচ্চা স্যার। আমি বিখ্যাত একজন লুইচ্চা মানুষ হয়ে, একদিন এই দেশও লুইচ্চা বানাবো। ( সমাপ্ত )
___________
#গল্পঃ লুইচ্চা অর্থ ভালো।
#লেখকঃ ইভান আদনান।
______________________
বি:দ্রঃ- গল্পটি নিতান্তই আপনাদের বিনোদন দেওয়ার জন্যে লেখা। কারো ভালো না লাগলে ইগনোর করবেন, তবুও বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবেন। লেখার মাঝে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন- ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url