কেমন আছেন পুর্ব পুরুষ মাটির ঘরে ভাই | Kemon Acen Purbo Purush Matir Ghore ...

কেমন আছেন পুর্ব পুরুষ মাটির ঘরে ভাই | Kemon Acen Purbo Purush Matir Ghore Bhai | Rajiya Risha

ফেইসবুকে এক ছেলের সাথে ১ মাস ধরে প্রেম করছি।
ছেলে আর্মি তে আছে,আহা আর্মি মানেই তো সরকারি চাকরি।
আর্মি তে আছে শুনেই অর্ধেক পটে গিয়েছিলাম।সরকারি চাকরি বলে কথা,এই ছেলে হাতছাড়া করা যাবে না।।🤩
মনে মনে তো আমি অনেক খুশি, সরকারি চাকরি ওয়ালা ছেলে বিয়ে করে বন্ধুবান্ধব আর ফ্যামিলির সবাইকে একদম তাক লাগিয়ে দিবো।।☺️
আজকে আমাদের দেখা করার কথা, যেহেতু প্রথমবার দেখা তাই একটু সাজুগুজু করলাম।।😇
ঠিকানা অনুযায়ী রেস্টুরেন্টে এসে বসে আছি।।
আমি একটু আগেই চলে আসলাম কারন দেরি হলে ছেলে যদি আবার রাগ করে, সরকারি চাকরি বলে কথা কিছুতেই একে রাগানো যাবে না যদি হাতছাড়া হয়ে যায়।।
ছেলেটাকে ছবি তে দেখেছিলাম, দেখতে তেমন একটা খারাপ না।।সবই ঠিক কিন্তু দাড়ি নাই,আমার আবার দাঁড়িওয়ালা ছেলে ভালো লাগে।তো যাই হোক আর্মি তে আছে তাই হয়তো দাড়ি রাখে নাই।। ভাবলাম এই একটা ব্যাপার নাহয় সেক্রিফাইস করলাম, সরকারি চাকরি বলে কথা কিছুতেই এই ছেলে হাতছাড়া করা যাবে না।।
একটু পরেই ছেলেটা আসলো,,
তাকে দেখে তার থেকে চোখ সরাতে পারলাম না অবশ্য এমন রঙিন জিনিস দেখলে কেউই চোখ সরাতে পারবে না।।😵‍💫
পড়নে একটা লাল রঙের প্যান্ট, হলুদ রঙের শার্ট আবার টাই পরেছে গোলাপি রঙের।।🤯
কোনোমতে নিজেকে সামলে নিয়ে স্থির হয়ে বসলাম, সরকারি চাকরি বলে কথা কিছুতেই এই ছেলে হাতছাড়া করা যাবে না।।
সে এসে আমার সামনের চেয়ারে বসে ইংরেজিতে কি কি যেনো বললো আমি কিছুই বুঝলাম না,তার ইংরেজিতে ভুল নাকি আমার মাথায় সমস্যা আমি তাও বুঝলাম না।।😬
তো যাই হোক সরকারি চাকরি করে তাও আবার আর্মি তার ইংরেজিতে তো ভুল থাকতে পারে না,আমি চুপচাপ বসে আছি।।
কথার এক পর্যায়ে জিগ্গেস করলাম আপনার চাকরির কি অবস্থা,??
- কিসের চাকরি?
-আপনি তো সরকারি চাকরি করেন, আর্মি তে আছেন আমাকে তো তাই বলেছেন!
-oohhh yes I am proud of my job.im proudly say that I am BTS Army.😎
তার কথা শুনে কানের পাশে স্টার জলসার ধুমতানানানানানানানা বাজতে লাগলো। বুকের বাঁ পাশেও চিনচিন ব্যাথা করছে।।🙂
বুকে হাত দিয়ে ধীরে ধীরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিলাম।।🚶‍♀️
আর্মি বিয়ে করার শখ আমার সারাজীবনের জন্য মিটে গেছে..!🤕💔
রম্যগল্প..
লেখিকা: Shamima Azad Rupa 🙆‍♀️

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url