সময়ের গল্প :: সিদ্ধান্ত Somoyer Golpo :: Siddhanto || by Bijili Borkot ...
সে আমার প্রাক্তন
লেখিকা ঃ সাবিহা শৈলী
পর্ব ঃ৩
জোনাকি আর রাফিদ আড্ডা দিতে ইতিদের বাসায় পৌঁছে গেলো। গিয়েই সকলের সাথে কুশল বিনিময় করে নিলো। আন্টি ইতি কই। ও তো ওর রুমে ঘুমোচ্ছে সোনা।তুমি বরং ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও।ওকে আন্টি আসি তাহলে। আচ্ছা যাও।এই রাফিদ জোনাকি মামুনির লাগেজ গুলো রুমে পৌছে দিয়ে আয়।আচ্ছা মা।এই জোনাক পোকা চলো।( রাফিদ পেশায় একজন ডাক্তার। মা বাবা আর ছোট বোন ইতি এদের নিয়েই রাফিদ দের ছোট সুখের সংসার) । জোনাক পোকা যাও রমে রেস্ট নাও বিকেলে দেখা হচ্ছে। আচ্ছা আল্লাহ হাফেজ। এই ইতুর বাচ্চা উঠ ঘুম থেকে। উঠ উঠ পানুি ঢাললাম। কে রে।আমি জোনাকি উঠবি তুই সেই কখন আসছি আর তোর পাত্তাই নাই। জোনাকি বেইব কেমন আছিস।আর এতো লেট করলি কেন ২ দিন পরে আমার মেহেন্দি আর তুই আজকে আসলি।কথা নাই। তোর আরো এক সপ্তাহ আগে থেকে আসা উচিত ছিলো।সরি সোনা। বুটিকস, বাসা সব সামলিয়ে আসতে লেট হয়ে গেলো।এখন ওয়াশরুম দেখা সারারাত জার্নি করছি। গোসল করবো।ঔইযে যা। বিকেলে বের হবো একটু।কেন কোথায় যাবি।ওনি আসতেছে শপিং আরো কিছু বাকি আছে।বাহবা এখনই এতো প্রেম ওনি হয়ে গেলো ডিরেক্ট। এতো কথা বাদ দে বিকেল ৪ টায় বের হবো।এখন একটা হেল্প লাগবে। ভাইয়ারে ম্যানেজ করে নিয়ে যাবি।মা বলছে ভাইয়া গেলেই একমাত্র বের হতে দিবে।ওকে নো টেনশন ডু ফুর্তি। রাফিদ ভাইয়াকে আমি ম্যানেজ করে নিবো। যাই গোসল করে আসি্..............................….......
..................................................................................................................
এদিকে আবির ওর আপুর বাসায় পৌঁছে গেলো। সবার সাথে কুশল বিনিময় করে ছোট ভাগ্নি টাকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেলো।রায়না যেন নিজের ভাইটাকে আজকাল চিনতে পারে না।আগে যেমন চঞ্চল ছিলো। এখন একদম চুপচাপ একা থাকে।ভাগ্নি অন্ত প্রান আবিরের। ভাগ্নি এর সাথেই যা একটু সময় কাটায় আবির। এছাড়া আর কারো সাথে কথা বলে না তেমন।আবির কেমন আছিস।ভালো আছি আপু তুই।আছি আলহামদুলিল্লাহ। দিন দিন এমন হচ্ছিস কেন।কেমন হচ্ছি। জানিস না তুই।বাদ দে।দুলাভাই , আকাশ এরা কই।তোর দুলাভাই অফিসে আর আকাশ ওর রুমে। আচ্ছা একটু রেস্ট নিই। তোর সাথে পরে কথা বলি।.........আবির কেমন আছো ব্রো।হেই নতুন বর আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো। আছি আলহামদুলিল্লাহ। কখন আসছো। ডাকলাও না রুমে ছিলাম ভাবি বললো তুমি নাকি আসছো।আসছি বেশ কিছুক্ষন ক্লান্ত বেশ এসে রেস্ট নিচ্ছিলাম।তাই আর ডাকা হয় নাই। বাদ দাও বিকেলে ফ্রি আছো।কেনো? না বিয়ের কিছু শপিং বাকি আছে। তাই একটু বের হতাম।কখন বের হবা? এই ধরো ৪ টার দিকে। আচ্ছা ঠিকাছে যাবো নে.............................…................................................................................................................
এই জোনাকি জোনাকি। হুম বল ইতু। বল মানে ৩ টা বাজে রেডি হবি কখন। আর ভাইয়ারে বলছোস।কিরে চুপ কেন। আস্তে ইতুর বাচ্চা দম নে না হয় হার্ট অ্যাটাক করে মরে যাবি।তোর ভাইরে ম্যানেজ করা ডান।আর আমার রেডি হইতে মাত্র ৩০ মিনিট লাগবে। বের হবি কখন।৪ টার পরে ওনি আসবে তারপরে। ওহ আচ্ছা। তুই আগে রেডি হওয়া শুরু কর তোর ওনি আসবে বলে কথা।সর তো তুই আচ্ছা শুন দোস্ত ভাইয়ারে রেডি হইতে বল আমার কেমন জানি ভয় লাগতেছে ভাইয়ারে বলতে। আচ্ছা যাইতেছি। আর তুই ও রেডি হয়ে নে।ইতি৷ চলে গেলো রেডি হতে। আর জোনাকি গেলো রাফিদের রুমের দিকে।রাফিদ ভাইয়া আসবো আরে জোনাক পোকা যে আসো আসো।কি করছিলেন? হসপিটালের কিছু কাজ।কি হইছে কিছু বলবা। হ্যা এইযে আপনাদের এলাকায় আসছি কোথাও নিয়ে গেলে না।বিকেলে ফ্রি আছো। একটু বের হতে পারবা।তা কোথায় যাবেন ম্যাম? একটু শপিং এ।আমি আর শপিং তাও মেয়েদের সাথে নো ওয়ে।প্লিজ প্লিজ ভাইয়া।ফাস্ট কিছু চাইলাম এটাও রাখবেন না।ইমোশনাল ব্যাকমেল শুরু হয়ে গেছে। কখন যাবা? এই চারটার দিকে।আচ্ছা ঠিকাছে। আপনি রেডি হন আমিও রেডি হইতে যাই।ওকে......... ( ভাগ্যিস রাফিদ ভাইয়া রাজি হলো না হয় ইতুর বাচ্চা দিতো আমারে)।.....................................................................ইতি নীল রংয়ের থ্রিপিস পড়েছ, ছোট্ট দুল,হালকা সাজ, চোখে কাজল, পিংক লিপস্টিক, নীল টিপ।আর জোনাকি হুয়াইট কুর্তি, ব্লাক জিন্স, ব্লাক উড়না,ছোট কালো টিপ, কাজল আর পিংক লিপস্টিক। দুজনের ই রেডি হওয়া শেষ। মা আমরা রেডি।বা মাশাল্লাহ দুজনকেই বেশ সুন্দর লাগতেছে।কারো নজর না লাগুক।রাফিদ কই। ভাইয়া তো রুমে ডেকে আনো তো মা।আমি রান্না করছি তুই একটু যা।আমি পারবোনা এই জোনাকি তুই যা।আচ্ছা যাচ্ছি। রাফিদ ভাইয়া আসবো।হ্যা আসো। রেডি হইছেন.? হুম শেষ। আচ্ছা চলেন তাহলে। ওকে চলো।আচ্ছা রাফিদ ভাইয়া রাগ করিয়েন না একটা কথা বলি।শপিং এ শুধু আমরা যাচ্ছি না ইতি & ওর ফিয়েন্স ও যাচ্ছে। কি বলো তুমি এসব ছোট বোন আর বোনের জামাই যাবে ওখানে আমার কাজ কি।আপনার অনেক ইম্পরট্যান্ট একটা কাজ আছে।আপনি আমাকে কোম্পানি দিবেন না হয় আমি একা একা বোর হবো।চলেন ম্যাম।ইতি চল বের হই। জিজু কই? মোড়ের মাথায় যাইতে বললো। আচ্ছা চল তাহলে।
চলবে.... ।
একটু অসুস্থ তাই বেশি বড়ো করে লিখতে পারি না।রাতে আরেক পর্ব দেওয়ার চেষ্টা করবো।প্লিজ আপনারা গঠনমূলক মন্তব্য করবেন না হয় লেখর আগ্রহ পাই না।ধন্যবাদ