Osporshi Neel || Bangla Natok অস্পর্শী নীল || Ft. Apurba, Monalisa

 
সকাল ৯:০০ টা বাজে। আমি ঘুমের মধ্য। আমার ফোন বাজছে। ৪ বার রিং হওয়ার পর পঞ্চম বার এ রিসিভ করলাম। ওপাশ থেকে কণ্ঠ ভেসে আসলো ....
আরমান:কিরে ওই মীরজাফর এর বাচ্চা।তোর না আমাকে রিসিভ করার কথা। আমি তো অলরেডি ঢাকায়। ১ ঘণ্টার মধ্যে কমলাপুর স্টেশন পৌঁছে যাবো। কই তুই হারামি ..
আমি 🙁 ঘড়ির দিকে তাকিয়ে তো আমি চক্ষু চরখ গাছ। আমি সাধারণত এত সময় ঘুমাই না। ) আমি ৩০ মিনিট এর মধ্যে আসতেসি। 
 
কোনোভাবে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যখন ই বের হবো ঠিক তখন...
আম্মু : কিরে কই যাস নাস্তা কইরা যা।
আমি : আম্মু একদম ই সময় না । তোমাকে বলসিলাম না আজকে আরমান আসবে। ও প্রায় চলে আসছে। আমি অলরেডি লেট। 
 
আম্মু : ও আচ্ছ। তো ওকে বাসায় নিয়ে আসি।
আমি : ঠিক আছে। চেষ্টা করবো। এই বলে বেরিয়ে গেলাম ...
( যেতে যেতে নিজের পরিচয় টা দিয়ে নেই। আমি শিহাব। ঢাকা বিশ্ববিদ্যালয় এ অনার্স ৩য় বর্ষের ছাত্র। বাবা ব্যাবসার কাজে দেশের বাইরে থাকেন। আরমান আমার বেস্ট ফ্রেন্ড। আমরা একই সাথে পড়াশোনা করি।)
 
স্টেশন এ পৌঁছে দেখি ট্রেন আসতে ৫ মিনিট বাকি। ট্রেন আসলো , আমি আরমান কে খুঁজছি এমন সময় রূপকথার গল্পের রাজকুমারীর মতো দেখতে একটা মেয়ে আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বললো , হেল্প করুন তো। এটা বাইরে পর্যন্ত পৌঁছে দিন।
আমি এক বদনা ভাব নিয়ে বললাম ...
 
আমি: আমাকে কি কোনো এঙ্গেল থেকে দেখে কুলি মনে হয়। আপনার ব্যাগ আপনিই ধরুন। যত্তসব ...
এরই মধ্যে আরমান চলে আসছে। মেয়ে টি বললো হেল্প না করলে ভালো ভাবেই বলতে পারতেন। মেনার্স নাই নাকি..
 
আমি আরমান কে নিয়ে চলে আসলাম। আরমান বললো
আরমান :কিরে শিহাব মেয়ে টি কে রে ?
আমি :জানি না। কিন্তু মেয়ে দেখতে জোস্। ও আচ্ছা আম্মু তোকে নিয়ে বাসায় যাইতে বলসে। চল বাসায় যাবি।
আরমান : না রে মামা অন্য একদিন যাবো আজকে না।
আমি : AS YOUR WISH .
আরমান কে ওর বাসায় পৌঁছে দিয়ে কিছুক্ষন বাইরে ফ্রেন্ডস দেড় সাথে আড্ডা দিলাম। বাসায় এসে বেল বাজানোর পর দরজা খুলতেই ছোটোখাটো একটা শক খেলাম। দেখি ট্রেন স্টেশন আর ওই মেয়ে ট। আমি আম্মু কে ডাকলাম
আম্মু : কিরে চিল্লাইতাসোস কেন?
 
আমি : আম্মু এই মেয়ে টা কে। আর এখানে কি করে ?
আম্মু : ও মাহিয়া। আমাদের নতুন ভাড়াটিয়া। নিচতলায় থাকবে।
মাহিয়া : আন্টি এই মেনার্স লেস ছেলেটা এখানে কি করে ?
আমি : ও হ্যালো আমার বাসায় এসে আমাকেই মেনার্স লেস বলার সাহস কি করে হয় আপনার?
আম্মু: তোমরা কি আগে থেকেই পরিচিত নাকি ?
মাহিয়া : হুম কিসুটা। 
 
আম্মু : তাহলে তো ভালোই। ও আমার ছেলে। ঢাকা ভার্সিটি তে অনার্স ৩য় বর্ষের ছাত্র।
আমি: বুজসেন ঢাকা ভার্সিটি। আপনার মতো কোনো পাতি ভার্সিটি না।
মাহিয়া : ওহ তাই নাকি। তো সাবজেক্ট কি আপনার ?
আমি : মাইক্রোবায়োলজি।
মাহিয়া: তাই!!!!!
আমি : হুম।
মাহিয়া : বেস্ট অফ লাক ..
মাহিয়ার কথার অর্থ তখন বুজতে না পারলেও পরদিন ভার্সিটি গিয়ে যা দেখলাম তাতে আমার অবস্থা .......
চলবে?
পর্ব: 0১
#ভার্সিটির_ম্যাডাম_যখন_ক্রাশ
#শিহাব
বিঃদ্রঃ আপনাদের সাপোর্ট পাইলে কন্টিনিউ কর। না হলে আর লেখবো না ?
আর কেমন লাগলো একটু কষ্ট কইরা জানাবেন প্লিজ ....

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url