Migos, Nicki Minaj, Cardi B - MotorSport

Migos, Nicki Minaj, Cardi B - MotorSport

 
 
 Migos, Nicki Minaj, Cardi B - MotorSport
 
 
রিফাত পেশায় একজন ডোম।ওর একটা ১০ বছরের মেয়ে আছে।মেয়েটা সারাদিন ওর কাছে বায়না ধরে লাশকাটা দেখবে।তার নাকি খুব ইচ্ছে করে লাশকাটা দেখতে।মেয়েটা সারাদিন বাড়ির ছাদে খেলাধুলা করে।আর রিফাত বাড়ি আসলেই এই বায়না ধরে।
 
মেয়ে: ও বাবা,আমি লাশকাটা দেখবো।
রিফাত: এই,ওকে নাও।আমি হাসপাতালে গেলাম।
রিফাতের স্ত্রী: আচ্ছা যাও।মেয়েটার ভয়-ডর কিচ্ছু নেই।
 
রিফাত হাসপাতালে গেলো।ওর ল্যাবে গিয়ে লাশকাটায় মন দিলো।তারপর কাজ শেষ করে হাসপাতালের বাইরে একটা দোকানে বসে চা খাচ্ছিলো।এমন সময় একজন ডাক্তার এসে ওকে জানালো,নতুন একটা লাশ এসেছে।ওর ল্যাবে রাখা।ছাদ থেকে অসাবধানতায় পড়ে মৃত্যু হয়েছে।তাড়াতাড়ি যেতে।
রিফাত চলে এলো ওর ল্যাবে।স্ট্রেচারে লাশটা ঢেকে রাখা।মনে হচ্ছে বাচ্চার লাশ।এখনো রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে।
 
রিফাত লাশটার কাছে গেলো সব রেডি করে।হঠাৎ কে যেন ডাকলো,বাবা!
রিফাত সামনে তাকিয়ে দেখলো ওর মেয়ে দাড়িয়ে আছে!ও চমকে উঠলো!
রিফাত: তুই এখানে কি করে এলি মা?
মেয়ে: একা একা!
 
রিফাত: মানে?এই বল কি করে এলি?
হঠাৎ আচমকা বাতাসে লাশের উপর থেকে কাপড়টা সরে গেলো।রিফাত চেয়ে দেখলো,লাশটা ওর মেয়ের!
মেয়ে: কাটো না বাবা! খুব দেখতে ইচ্ছে করছে লাশ কিভাবে কাটে!
 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url