গল্পের নাম; "চকলেট" | Golpo: Chocolate | Name of Story: Chocolate

--এত বড় হইছস, এখনো চকলেটের লোভ সামলাইতে পারছ না! পোলাপান এর চকলেট কাইড়া নিয়া খাইয়া ফালাস! (অপ্সরার মা কথাগুলো অপ্সরাকে বললো)
 

অপ্সরা অনার্স এ পড়ে।
অপ্সরা একটা স্টুডেন্ট পড়ায়!
বাচ্চাটা ক্লাস টু তে পড়ে নাম সাদিয়া!
সাদিয়াকে যখন পড়ায় তখন সাদিয়ার ৩ বছরের ছোট ভাই সিয়াম এসে তাদের বিরক্ত করে,বই ছিড়ে ফেলে!
অপ্সরা আবার সিয়ামকে কোলে নিয়ে বসে থাকা আর সাদিয়াকে পড়ায়!
,
সেদিন অপ্সরা সাদিয়াকে পড়াচ্ছে,সিয়াম হাতে একটা চকলেট নিয়ে এই রুমে আসে! এসে অপ্সরার কোলে বসে!
তারপর হাতের চকলেটটা অপ্সরার মুখের সামনে নিয়ে বলে "কাও কাও তুমি কাও"
অপ্সরা; না বাবু তুমি খাও!
সিয়াম; (অপ্সরার মুখের সামনে নিয়ে) কাও তুমি কাও!
সাদিয়া; ম্যাম খান! না হলে ও কেদে দিবে!
অপ্সরা; এই মেয়ে তুমি পড়! কথা বলবা না একদম! (বিরক্ত)
সিয়াম; কাও না কাও (কেদেই দিবে)
"এই পিচ্চি এখন কেদে দিলে পড়াশুনা চান্দে চলে যাবে"
এটা ভেবে অপ্সরা চকলেটটা খায়!
,
ব্যস শুরু!
সিয়াম ভ্যা করে চিতকার করে কান্না শুরু! সে কি কান্না রে বাবা!!
অপ্সরা মগার মত তাকিয়ে আছে!
,
এদিকে সিয়ামের কান্না শুনে সিয়ামের মা,বাসার সব মহিলাদের বসা মিটিং রেখে দৌড়ে এই রুমে আসে!
,
সিয়ামের মা; কি হইসে সিয়াম?
সাদিয়া; আম্মু ম্যাম সিয়ামের চকলেট খেয়ে ফেলসে! তাই সিয়াম কান্না করছে!
(লে হালুয়া)
অপ্সরা সিংহের মত তাকিয়ে আছে সাদিয়ার দিকে!
,
সিয়ামের মা কিছুক্ষণ অপ্সরার দিকে তাকিয়ে থেকে তারপর সিয়ামকে নিয়ে চলে যায়!
,
এদিকে অপ্সরার পেটের ভিতর চকলেটটা যেন হাসছে!
,
এদিকে বাসার মহিলারা বলছে "সিয়াম কাদে কেন সিয়ামের মা?"
সিয়ামের মা; সাদিয়ার ম্যাম সিয়ামের চকলেট খেয়ে ফেলসে!
(সবাই উচ্চস্বরে হাসি)
,
অপ্সরার তো নাক কান গলা সব কাটা যাচ্ছে!
,
সাদিয়া; ম্যাম ফ্রিজ থেকে আরেকটা চকলেট এনে দিব?
,
অপ্সরা; (বাঘের মত তাকিয়ে আছে)
,
কিছুক্ষণ পর পড়া শেষ করে অপ্সরা বের হয়ে যায়! তখন বাড়ির মহিলা গুলো চিড়িয়াখানার জন্তুর মত অপ্সরার দিকে তাকিয়ে ছিল!
,
অপ্সরা রাস্তায় বেরিয়ে হাফ ছেড়ে বাচল!
,
এলাকার ঝালমুড়ি ওয়ালা; অপ্সরা তুমি নাকি সিয়ামের চকলেট খেয়ে ফেলস!
অপ্সরা; চুপচাপ হাটছে!
,
পাশের বাসার মহিলা; অপ্সরা তুমি নাকি ওই বাড়ির সিয়ামের চকলেট খেয়ে ফেলেছ?
অপ্সরা; চুপচাপ হাটছে!
,
এলাকার পোলাপান; অপ্সরা আপু তুমি নাকি আমাদের সিয়ামের চকলেট খেয়ে ফেলেছ?
অপ্সরা; এক থাপ্পড়ে সব দাত ফেলে দেব! যা গিয়ে খেল!
,
পুরো এলাকা জানাজানি হয়ে গেছে!
অপ্সরা বাসায় আসে.
অপ্সরার মা; চকলেটের লোভ সামলাইতে পারছ না,পোলাপান এর চকলেট খাইয়া ফালাস!
অপ্সরা; (আর কিছু কইবা!)
,
সন্ধ্যায় অপ্সরার আব্বু বাড়িতে আসে,আর এসে অপ্সরার হাতে ১০টা চকলেট দেয়,আর বলে " মা রে চকলেট লাগলে আমারে বলবি,কিন্তু তবুও পোলাপান এর চকলেট কেড়ে নিয়ে খাইস না"
,
রাতের বেলা অপ্সরার বয়ফ্রেন্ড অপ্সরাকে ম্যাসেজ করেছে,,
--তুমি নাকি কোন পিচ্চির চকলেট কেড়ে খেয়ে ফেলেছ?
অপ্সরা; তোমাকে কে বলল? তুমি থাকো চট্টগ্রাম! আমি থাকি নারায়ণগঞ্জ!
বয়ফ্রেন্ড; ফেসবুকে এক ছেলে ঘটনাটা পোস্ট দিয়েছে এবং ঘটনাটা এখন ভাইরাল!
,
(১ মাস পর)
হঠাৎ টিভিতে একটা এড প্রচার হচ্ছে! এডটা হচ্ছে একটা চকলেট এর! "চকলেট এতই মজা যে বাচ্চাদের থেকে কেড়ে নিয়ে বাড়ির হোম টিউটর খেয়ে ফেলছে"
এডটা দেখে অপ্সরা কোমায় যাবে যাবে অবস্থা!
,
সমাপ্ত!
,
গল্পের নাম; "চকলেট"
লেখক; আলিফ খান (মেন্টাল)
,
গল্পটি আংশিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত! ধন্যবাদ!

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url