OLOT PALOT | ওলট পালট | Bangla Natok | Mosharraf Karim | Tanjin Tisha | New Bangla Natok 2022

 OLOT PALOT | ওলট পালট | Bangla Natok | Mosharraf Karim | Tanjin Tisha | New Bangla Natok 2022

Drama: Olot Palot 

Script & Direction: S R Mozumder 

Cast: Mosharraf Karim, Tanjin Tisha, Shahbaz Sunny, Dikon Nur, Bashar Bappy, Tonusree, Lamia Alam & Many more. 

DOP: Zahid Hossain 

Edit & Color: Md. Toufiqul Islam BGM:Apple Mahmud 

Emil GFX: CMV Creative (Nahid) 

PR: DHOOLI communications. 

Label: Central Music and Video [CMV] 

Producer: Sk Shahed Ali Pappu 

Produced and Distributed by Central Music and Video [CMV]. 

Release Date: 20-01-2022

মোশাররফের যত বয়স হচ্ছে তার অভিনয়ের দৃষ্টি ভঙ্গি আরও বৃদ্ধি পাচ্ছে😊❣😊 আর এতো রোমান্টিকতার ভীরে এমন নাটকগুলোই পারফেক্ট 

 মোশাররফের যত বয়স হচ্ছে তার অভিনয়ের দৃষ্টি ভঙ্গি আরও বৃদ্ধি পাচ্ছে😊❣️😊 আর এতো রোমান্টিকতার ভীরে এমন নাটকগুলোই পারফেক্ট ❣️ আমি ইন্ডিয়া থেকে, মোশারফ করিম হলো এমন একজন অভিনেতা যিনি আমার একজন প্রিয় ও মনোমুগ্ধকর অভিনেতা। তার অভিনয় দেখলে অন্তরের অন্তঃস্থল থেকে BOSS শব্দ টা বেরিয়ে আসে।U R the Great Boss. বাংলাদেশি নাটকের পরিচালকদের দেখে অবাক হই উনারা ৪৫ মিনিটের নাটকে এতো মান অভিমান সুখ দুঃখ কিভাবে ফুটিয়ে তোলেন?? hatts off ❤️সত্যি কথা বলতে কি... আসলে টাকা থাকলে সম্পর্ক গভীর হয় সবার কাছে ভালো মানুষ হয়ে বেচে থাকা যায়... এবং এই নাটকে তাই বুঝানো হয়েছ। 

তানজিন তিশা আর মোশারফ করিমের এই নাটক টা অনেক সুন্দর লাগলো,, এরকম আরো নাটক আমরা উপহার পেতে চাই আগামী তে,,, আর তানজিন তিশা আপুর অভিনয় টা মন ছুয়ে যাওয়ার মতো ❤️

 নাটকটি দেখতে ক্লিক করুন এখানে...
#Presenting S R Mozumder's Drama of “Olot Palot”, Script & Direction S R Mozumder, Starring Mosharraf Karim, Tanjin Tisha, Shahbaz Sunny & Many more. Producer SK Shahed Ali Pappu & Produced by Central Music and Video (CMV).

ঝরে_ যাওয়া_বেলীফুল
পর্ব_১১
লেখিকা : আফরোজা আক্তার
গাড়ি ছুটে চলছে চেনা পরিবেশে । সারা রাস্তা বেলী অনেক চুপচাপ করে আছে । ইরফান কত কিছুই সাধলো বেলীকে । কিছুই খেলো না মেয়েটা । শুধু তার আবদার ছিল জানালার পাশের সিট টাতে বসবে । সেখানে বসে সন্ধ্যার আগ পর্যন্ত বাহিরের প্রকৃতি দেখছে সে । সন্ধ্যার পর হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে বেলী আর সারা রাস্তা ইরফানও বোবা মূর্তির মত বসে ছিল । কতক্ষণ আর মোবাইল চালানো যায় । তাই সে কিছুক্ষন মোবাইল চালায় আবার চুপ করে বসে থাকে । তাদের পাশের দুইটা সিটে এক জোড়া বয়স্ক দম্পতী বসে আছে । তারা কিছুক্ষণ পর পর ইরফান আর বেলীর দিকে তাকিয়ে থাকে । আবার নিজেদের মাঝে কথা বলে । এই ব্যাপারটা কয়েকবার ইরফান খেয়াল করলো । তার একটু অস্বস্তি হচ্ছে তবুও চুপ করে আছে কারণ তারা বয়স্ক মানুষ ।
বার বার তাকাচ্ছে বলে এইবার ইরফান নিজেই তাদের বলে উঠে ,
- জ্বি কিছু বলবেন ,,,,,?
ইরফানের কথায় বয়স্করা অনেকটা ভীতু হয়ে যায় । ইরফান তাদের চেহারা দেখেই বুঝে যায় ব্যাপারটা । তাই নিজেকে আরও রিলেক্স করে হাসি মুখে আবারও জিজ্ঞেস করে ,
- কিছু বলবেন ?
তখনই বৃদ্ধা মহিলা জবাব দেন ,
- না ভাই , কিছু বলুম না ।
ভাই বলাতে ইরফান ভেবে নেয় তাকে নাতির মত ভেবেছে । আর তারাও অনেকটাই বয়স্ক মানুষ । দাদা/নানা , দাদি/নানির মত আর কি । তাই ইরফানও মুচকি হেসে দেয় । ইরফানের হাসি দেখে বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করে ,
- ওয় কি তোমার বউ ?
- জ্বি ,
তারপর বয়স্ক মহিলা বয়স্ক পুরুষকে বললেন ,
- এক্কেরে আমাগো রাইসুলে আর রাইসুলের বউয়ের মত , তাই না ?
- হ , এক্কেরে রাইসুলের মত দেহা যায় ।
ইরফান সাইড থেকে সব শুনছিলো । তখন হালকা মুচকি হাসি দিয়ে সে মোবাইল টিপছে । তখনই বয়স্ক মহিলা বলে ,
- তোমার নাম কি ভাই ?
- আমার নাম ইরফান ,
- আমাগো নাতি আছে একটা , পুতের ঘরের নাতি নাম রাইসুল এক্কেরে তোমার মত দেহা যায় তারে । তারও এমন একটা বউ আছে ।
- ওহ ,
- আমাগো রাইসুলের বউয়ের নাম মনি তোমার বউয়ের নাম কি গো ভাই ?
- ওর নাম বেলী ।
- মাশাল্লাহ , অনেক সুন্দর নাম । তোমার বউরে কও এট্টু এইমিক্কা চাইতো , এট্টু দেহি ।
- ওইদিক ফিরে ঘুমাচ্ছে তো , উঠলে বলবো , কেমন ?
- আইচ্ছা ।
- তোমরা কই যাইবা ?
- কামরাঙ্গিরচর ,
- ওহ ,
- আপনারা যাবেন কোথায় ?
- আমরা এইতো পরের স্ট্যান্ডে নাইমা যামু
- ওহ আচ্ছা ।
ইরফানের বেশ ভালো লাগছে তাদের সাথে কথা বলে । অন্যদিকে বেলী তো ঘুমে ডুবে আছে । সে বলতেই পারবে না এইসব কিছু । ইরফান ওনাদের সাথে আবার কথায় মন দেয় ।
- তা , দাদার নাম কি ?
- গফুর মিয়া ,
- আর দাদুর নাম ?
- জয়তুন্নেসা ,
- ওহ অনেক সুন্দর নাম তো । তা কপোত কপোতী একা একা কোথায় যাচ্ছেন ?
- ঢাকাতে গেছিলাম নাতির বাসাত , ওই যে কইলাম রাইসুল , তার বাসাত গেছিলাম , এহন বাইত যাইতাছি পুতের কাছে ।
- ওহ , নাতি কি করে দাদা ?
- একটা কোম্পানিতে চাকরি করে ।
- ওহ ,
- আমার নাতি বউ মনি , সেও চাকরি করে আমার নাতির লগে । তারা পেরেম কইরা বিয়া করছে । নাতি বউ অনেক ভালা । আমাগোরে অনেক আদর করে ।
- ওহ , যাক ভালো । তা দাদু কিছু খাবেন ?
- নাহ ভাই কিছু খামু না । বাইত বউয়ে ভাত রাইন্দা রাখছে , বাইত যাইয়া ভাত খামু ।

 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url