MASTERMIND Hindi Dubbed Full Action Romantic Movie | South Indian Movies Dubbed In Hindi Full Movie
MASTERMIND Hindi Dubbed Full Action Romantic Movie | South Indian Movies Dubbed In Hindi Full Movie
MASTERMIND Hindi Dubbed Full Action Romantic Movie | South Indian Movies Dubbed In Hindi Full Movie
Presenting South (Sauth) Indian Movies Dubbed In Hindi Full Movie HD (South Movie, Action Movies In Hindi, सुपरहिट हिंदी डब्ड फिल्म) "MASTERMIND" starring Nivin Pauly, Unni Mukundan & Manjima Mohan. जीवन एक छोटी चीज है "" "प्रेमिका कुछ भी नहीं है '' '' माता पिता और भगवान की सब कुछ "सब कुछ करने के लिए समर्थन❤️
তাহলে তো আর ডিলিটেরও সুযোগ থাকবে না।
আমাদের সওয়াবের সুযোগ বন্ধ হয়ে গেল কিন্তু গুনাহের পথ হয়তো কিয়ামত পর্যন্ত চালু থাকবে। ভাবতে পার কী ভয়াবহ ব্যপার!
-- আরে বাবা, গুনাহ হলে আমার হবে তোমার কি?
: আমার কী মানে? আমি তোমাকে মানা না করা বা সাপোর্ট করার কারণে আমি দাইউসের গুনাহয় গুনাহগার হবো। তাছাড়া হাদীসে আছে,
রাসুল (সা:) বলেছেন, “তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্বাধীনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, রাষ্ট্রনেতা তার প্রজাদের সম্পর্কে দায়িত্বশীল আর তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পুরুষ লোক তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন মহিলা তার স্বামীর ঘরের সার্বিক ব্যাপারে দায়িত্বশীলা, তাকে সেটার পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পরিচারক তার মালিকের সম্পদের সংরক্ষক, আর তাকে সেটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এক কথায় তোমরা সবাই দায়িত্বশীল আর সবাই জিজ্ঞাসিত হবে সে দায়িত্ব সম্পর্কে”। (বুখারী : ৭১৩৮; মুসলিম: ১৭০৫)
আর এইজন্য মা আমাদের সঠিকটা শিখানোর মানানোর চেষ্টা করেন। মা'ই হল আমাদের পরিবারের প্রধান।
---তাহলে আমি বোরকা, নিকাব ছাড়া পরীক্ষা দিতে গেলাম তখন মানা করনি কেন?
: কারণ ইসলাম এমন একটা ধর্ম যেটা কাউকে কোন বিধান চাপিয়ে দেয় না। ইসলামকে মন থেকেই, ভালোবেসে আদায় করতে হয়। ইসলামকে যদি তুমি অন্তর দিয়ে পালন না কর তাহলে তা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না।
আল্লাহ বলেন,
"দ্বিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই।
[সূরা বাকারা ২:২৫৬]"
আর সবকিছু বলার বা বুঝানোর সময় এবং সুযোগ থাকে। সময়, সুযোগ মতো বললেই আল্লাহর ইচ্ছায় অপর পক্ষকে মানানো যায়।
-- তোমার মা যে চাপিয়ে দেয়, বলা যায় জবরদস্তি করে।
: মায়ের ব্যপারটা তুমি ধীরেধীরে বুঝতে পারবে। আপাতত মাকে নিয়ে আমরা আলোচনা না করি কেমন?
সে বাচ্চাদের মত করেই সবকিছু বুঝায় আমার এত ভাল লাগে। শুধু শুনতেই ইচ্ছে করে।
চলবে,